ডাক্তার কেন ওষুধের দাম কমানোর জন্য আন্দোলন করে না, আমরা সেই জন্য সমালোচনা করি।
সাংবাদিক কেন নাগরিক সমস্যার জন্য আন্দোলনে নামে না, আমরা সেই জন্য সমালচনাকরি।
উকিল কেন বিচার ব্যবস্থা নিয়ে আন্দোলন করে না, কেন নিজের পেটে লাথি মাইরা ফিস কমায় না, সেইটা নিয়া গালি দেই।
পুলিশ কেন কম বেতনে পেটে ভাতে থাইকা ঘুষ খায়, সেইটার জন্য উদয়াস্ত পরিশ্রম করার জন্য তারে আমরা গালি এবং সবক দেই।
কিন্তু সেই আমরাই কোন কিছু হইলে এদের কাছে গিয়া নানান রকমের ন্যয় অন্যায় মিশ্রিত আবদার করি।
থানাতে গিয়া ঘুষ দিয়া কাম আদায়ের চেষ্টা করি ডাক্তারের কাছে গিয়া লাইন ভাইঙ্গা আগে জাইতে চেষ্টা করি। সাংবাদিকের পকেটে টাকা গুঁজে দিয়ে নিজের ফরে নিউজ করানের চেষ্টা করি। উকিলের কাছে গিয়া তার টাকা না দিয়া কাম করানের চেষ্টা করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন