রবীন্দ্রনাথ বংগভংগের বিরোধী ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ও বিরোধিতা করেছিলেন। ব্যক্তি রবীন্দ্রনাথের অনেক কিছুই প্রশ্নবিদ্ধ। বৌদির সাথে প্রেম থেকে শুরু করে পূর্ববংগে প্রজাদের উপর অত্যাচার, লালনের গান চুরি কেলেংকারী এসব কোনটাই মিথ্যা নয়।
আমাদের জাতীয় সংগীতের রচয়িতা সে। কিন্তু এটা সে বাংলাদেশ স্বাধীন হবার পরে লিখে নাই। লিখেছিল বংগভংগের পরে মনের কষ্টে । তাই ওড়ে নিয়ে সস্তা ন্যাকামো করার আগে ওর সম্পর্কে ভাল ভাবে জানা উচিত।
রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরোধীতাকারী ছিলেন, বঙ্গভঙ্গের বিরোধীতা যেই কারণে করেছেন, সেই কারণেই ঢাকা বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধীতা করেছেন।একটা প্রশ্ন, রাজশাহীতে রবীন্দ্রনাথের জমীদারী ছিল, সেখানে প্রজাসাধারণের জন্য আপনার ভাষায় মহান(!!!!!!!)
রবীন্দ্রনাথ কোন প্রাইমারী স্কুল ও প্রতিষ্ঠা করেননি কেন? আসলে হিন্দু জমীদার আর মহাজনেরা এই দেশটাকে আর এই দেশের মানুষরা যাতে সারা জীবন গোলামী করে যায় সেইটাই চাইতেন মনে প্রাণে। আর তাই সম্পদের উতপাদন করতেন এই দেশে, বাড়ী সাজাতেন কোলকাতায়,
আমাদের জাতীয় সংগীতের রচয়িতা সে। কিন্তু এটা সে বাংলাদেশ স্বাধীন হবার পরে লিখে নাই। লিখেছিল বংগভংগের পরে মনের কষ্টে । তাই ওড়ে নিয়ে সস্তা ন্যাকামো করার আগে ওর সম্পর্কে ভাল ভাবে জানা উচিত।
রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরোধীতাকারী ছিলেন, বঙ্গভঙ্গের বিরোধীতা যেই কারণে করেছেন, সেই কারণেই ঢাকা বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধীতা করেছেন।একটা প্রশ্ন, রাজশাহীতে রবীন্দ্রনাথের জমীদারী ছিল, সেখানে প্রজাসাধারণের জন্য আপনার ভাষায় মহান(!!!!!!!)
রবীন্দ্রনাথ কোন প্রাইমারী স্কুল ও প্রতিষ্ঠা করেননি কেন? আসলে হিন্দু জমীদার আর মহাজনেরা এই দেশটাকে আর এই দেশের মানুষরা যাতে সারা জীবন গোলামী করে যায় সেইটাই চাইতেন মনে প্রাণে। আর তাই সম্পদের উতপাদন করতেন এই দেশে, বাড়ী সাজাতেন কোলকাতায়,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন