রবিবার, ৩০ জুন, ২০১৩

মুক্তিযোদ্ধা মানেই ধোয়া তুলসী পাতা নয় ! তাদেরও আছে লোভ আর ব্যক্তিস্বার্থ চিন্তা।

জামায়াতে ইসলামীরও এখন মুক্তিযোদ্ধা দল আছে। এরা করা। এরা আমাদেরই কিছু মহান(!!!!!!) মুক্তিযোদ্ধারা । যাদের ছেলে মেয়েরা রাজাকারদের কাছে থেকে বৃত্তি নেয়। তাদের ব্যাংকে চাকরী পেলে নিজেকে গর্ববতী (!!!!!!!!)মনে করে । 

শেখ সাহেবর খুনি কারা ????
--------আমাদেরই মহান মুক্তিযোদ্ধারা

রাজাকারদের স্বাধীন বাংলাদেশে রাজনীতির সুযোগদানকারী কে?

--------মুক্তিযোদ্ধের একজন মহান(!!!!!!)সেক্টর কমান্ডার।
৭২-৭৫ সালে রক্ষীবাহিনীর নামে জুলুমকারী ছিল কারা ?
--------আমাদেরই মহান (!!!!!!) মুক্তিযোদ্ধারা।

বর্তমানে সরকারী চাকরীর কোঠা ভিক্ষাকারী কারা ???? 
--------আমাদেরই মহান(!!!!!!) সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধার ছেলে/মেয়ে/নাতী/নাতনীরা।

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন। অথচ তার দলে রাজাকাররা আছে। বঙ্গবন্ধুর দলেও আছে রাজাকার। সবাই এখন রাজনীতি করছে স্বার্থের জন্য। এ দুঃখ আমরা কাকে বলব!
লোভ আর স্বার্থচিন্তা আমাদের শেষ করে দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন