মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪

My Blog Posts & Comments............

Posted: 3 T 
Comments: 487 T 
Comments received: 73 
Blog wrote: 1 year 10 months 
The blog has been viewed a total of 18109 times

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

WhiteSmoke ইংলিশ গ্রামাটিক্যাল চেকার এবং ইংলিশ বানান ডট, কমা ইত্যাদি চিহ্ন চেকার। এবার ইংলিশ লিখুন/শিখুন দৃঢ়তার সাথে...

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:০৩ |

শেয়ারঃ
00
 White Smoke ইংলিশ লেখার গ্রামাটিক্যাল সমস্যা বা বানান ভুল জনিত সমস্যা সমাধানের জন্য অত্যন্ত উপকারী একটা সফটওয়্যার। ধরুন আপনি ইংরেজীতে একটা মেইল বা আর্টিকেল লিখে কনফিউসড এই ভেবে যে বানান ভুল বা গ্রামাটিক্যাল সমস্যা থেকে গেল না তো? চিন্তার কোন কারন নেই আপনি এই কাজটি নিশ্চিন্তে White Smoke এর উপর দিয়ে দিতে পারবেন। আপনার লেখা মেইল বা যেকোন ইংলিশ লেখা চেক করার জন্য শুধু "F2" প্রেস করুন। এরপর White Smoke আপনার সম্পুর্ণ লেখাটি চেক করার পর ইনডিকেট করে বলে দিবে আপনার কোন্‌ কোন্‌ বানান ভুল হয়েছিলো, কোন্‌ কোন্‌ জায়গাই গ্রামাটিক্যাল ভুল হয়েছিল, কোথায় কোথায় ডট, কমা ইত্যাদি চিহ্ন বাদ পড়েছিল। নিচে একটা এনিমেটেড ডেমোর লিঙ্ক দিলাম দেখে নিন...





http://pixtube.tk/di-LGMM.gif

ডেমোটি অরিজিনাল সাইজে দেখতে উপরের লিঙ্কে ক্লিক করুন।

ডেমোটি ৮০০ KB সম্পুর্ণ লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন...

ডেমোটিতে আমি লিখেছিলাম "i has an pen"। আর এখানে যে ভুল গুলা ছিল...

1. প্রথম অক্ষর বড় হাতের হয় কিন্তু আমি "i" ছোট হাতের দিয়েছিলাম। WhiteSmoke ভুলটি শো করছে খেয়াল করুন ডেমোটিতে।



2. "I" ফার্স্ট পারসন তাই এর সাহায্যকারী Verb "have বা had" হয়, "has" নয়। এই ভুলটাও শো করছে।



3. "pen" এর প্রথম অক্ষর "P" Consonant তাই Pen এর আগে "a" হবে, "an" নয়। এই ভুলটিও শো করছে।



4. আমি "pen" কথাটি দিয়ে বাক্যটি শেষ করেছিলাম তাই pen এর পরে ফুল স্টপ দিতে হত। কিন্তু আমি দিয়েছিলাম না। এই ভুলটিও সফটওয়্যারটি দেখিয়ে দিচ্ছে।



এরপর খেয়াল করুন আমি উপরে দেখানো ভুলগুলোতে ক্লিক করে সেগুলা কারেক্ট করে দিয়েছি।



যেভাবে White Smoke ব্যবহার করবেনঃ

আপনি যেকোন টেক্সক্ট বক্সের টেক্সটই চেক করতে পারবেন, শুধু "F2" প্রেস করলেই হবে। এছাড়াও আপনি যদি মনে করেন সব টেক্সট চেক করবেন না। তাহলে আপনার যতটুকু চেক করার দরকার ঠিক ততটুকু সিলেক্ট করে "F2" প্রেস করুন। তাহলে আপনার সিলেক্ট কৃত টেক্সট গুলোই পরীক্ষিত হবে। এরপর সব ঠিক করার পর "Apply Changes" বাটনে ক্লিক করলে টেক্সট বক্সের লেখার সাথে রিপ্লেস হয়ে যাবে। এছাড়াও আপনি মেনুয়ালি কপি পেস্ট করেও নিতে পারবেন। সফটওয়ারটি সবুজ রঙের লেখা দিয়ে গ্রামাটিক্যাল ভুলের নির্দেশনা দেয়। এবং লাল রঙের লেখা দিয়ে বানান ভুলের নির্দেশনা দেয়। আমার ডেমোটিতে করা ভুল গুলো সবুজ কালী নির্দেশিত ছিল অর্থাৎ আমার কোন বানান ভুল ছিল না, শুধু গ্রামাটিক্যাল ভুল ছিল। সফটওয়্যারটি সিস্টেম ট্রেতে সব সময় রান অবস্থায় থাকে তাই যেকোন সময় সেখানে ক্লিক করেও ব্যবহার করতে পারবেন।





এছাড়াও আরও একটি সুবিধা আছে। এটি আপনার লেখার মান কিরকম হল না হল সেটা ডান সাইডে শো করে। ফেয়ার, গুড, এক্সিলেন্ট, পোর ইত্যাদি...





যেভাবে কম্পিউটারে সেটাপ দিতে হবেঃ

১। প্রথমে এখানে ক্লিক করে White Smoke 2012 ডাউনলোড করে নিন।

২। ডাউনলোড শেষে সাধারন ভাবে ইন্সটল করে নিন।

৩। ইন্সটল শেষে এক্টিভেশন কোড চাইবে। এক্টিভেশন কোড দিয়ে "Continue" বাটনে ক্লিক করলেই কাজ শেষ।

৪। এক্টিভেশন কোড "2647842824"

এক্টিভেশন কোড আপডেটেড 19-06-2013 "1153188729"

"3928029956" আপডেটেড 24-06-2013

"3387765975" আপডেটেড 28-06-2013

"4106632415" আপডেটেড 05-07-2013

"2644854800" আপডেটেড 14-07-2013

আর হ্যা সফটওয়ারটি ফ্রিতে ৩ দিনের বেশী ইউজ করা যায় না। তাই ৩ দিন পর এক্টিভেশন কোড আপডেট করে দিবো এই পোস্টে। ৩ দিন পর পর আবার নতুন এক্টিভেশন কোড দিলে আবার সফটওয়ারট চালু হয়ে যাবে। সফটওয়ারটির লাইসেন্স কিনতে হলে আপনাকে প্রতি বছর ৮০ ডলার গুনতে হবে।





আর এই সফটওয়ারটি স্থায়ী ভাবে ক্র্যাক/ প্যাচ করার কোন বুদ্ধি নাই। কারন এটা অনলাইন বেসড সফটওয়ার। এবং এটা যতবার নেটের সাথে কানেক্ট হয় ততবারই White Smoke সার্ভার থেকে লাইসেন্স কোডের ভ্যালিডিটি চেক করা হয়। আর তাই তিন দিন পর পর লাইসেন্স কোড আপডেট করে ব্যবহার করাটায় ভাল। ৮০ ডলারের হিসেবে একদিনের ব্যবহার যোগ্য লাইসেন্সের দাম ১৮ টাকা অর্থাৎ ৩ দিনের লাইসেন্সের দাম ৫৪ টাকা। চিন্তা করবেন না আমি ৩দিন পর পর লাইসেন্স কোড আপডেট করে দিব। আপনারা শুধু কোডটি কপি পেস্ট করে নিবেন তাহলেই রিএক্টিভ হয়ে যাবে।



সবার জন্য শুভ কামনা সবসময়...

মেয়েরা নিজেরা টাইট ফিটিং বোরকা পড়লেও সে চায় না তার স্বামী দাড়ি , টুপী ওয়ালা হুজুর হোক।



http://www.somewhereinblog.net/blog/anwarmahmud/29846604

মুসলিম মেয়েদের বিয়ের পাত্র হিসেবে মাদ্রাস পড়ুয়া ছেলে পছন্দ নয় । পছন্দ নয় মসজিদে ইমামতী করা বা মাদ্রাসায় শিক্ষকতা করা পাত্র।



বরং মুসলিম মেয়েদের বিয়ের ক্ষেত্রে গার্জিয়ানের পছন্দ থাকে স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় পাশ করা বড় ডাক্তার , ব্যারিস্টার , সি এ করা ভাল বেতনের চাকরী / ব্যবসা করা ধনী ছেলে !!!!!!!!!! পছন্দ। তাদের পছন্দ হিন্দুদের মত ক্লিন সেভ করা , শুট-কোট , টাই , প্যান্ট , শার্ট পরা স্মার্ট !!!!!!!!!!!!!! ছেলেদের । বর্তমানে বিয়ের ক্ষেত্রে মুসলমান মেয়েদের আর তাদের গার্জিয়ানের আরো কত হাজারটা ঢঙ্গ আছে যে, শুনলে মাথা ঘুড়ায়।



মেয়েরা নিজেরা টাইট ফিটিং বোরকা পড়লেও সে চায় না তার স্বামী দাড়ি , টুপী ওয়ালা হুজুর হোক।



সবাই চায় তার ছেলেরা স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়ে পড়ুক। বড় ডাক্তার , ব্যারিস্টার , মিনিস্টার হোক । ভাল বেতনের চাকরী করুক । আরও চায় তাদের মেয়ের জামাই স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় পাশ করা বড় ডাক্তার , ব্যারিস্টার , সি এ করা ভাল বেতনের চাকরী / ব্যবসা করা ধনী ছেলে হোক ।



অনেক মানুষ আছে যারা মসজিদ ও মাদ্রাসাতে টাকা দান করে আবার ছেলে-মেয়েদের বিধর্মী শিক্ষালয়ে পড়াশুনা করিয়ে গর্ববোধ করে । অনেকে ভাল মাদ্রাসার জন্য যাকাত,ফেতরা দেয় । ভাল মাদ্রাসার গুণগান করে অন্য মানুষের কাছে । কিন্তু নিজের সন্তানদের সেই ভাল মাদ্রাসাতে পড়াতে অথবা কোরআন সূন্নাহ মেনে চলতে দিতে আগ্রহবোধ করে না । ঢাকা শহরের কয়টা লোক তাদের মেয়ে -ছেলেকে মাদ্রাসতে পড়াতে চায় একবার বলবেন কি?



আমার নিজ চোখে দেখা, ফরিদপুরে হাফেজ ডাঙ্গী মাদ্রাসার এক শিক্ষক নিজের ছেলেকে স্কুলে পড়ায়। কারণ তার ছেলে ভাল ছাত্র।এর মানে দাড়ায় মাদ্রাসাতে পড়বে খারাপ ছাত্ররা আর গরীব মানুষের ছেলেরা । নাঊজুবিল্লাহ। 



কয়দিন আগে কাফির খ্রিষ্টান মিশনারীদের হলিক্রস কলেজে মাদ্রাসার শিক্ষার্থীদের ভর্তির বিষয় নিয়ে একটা খবর বের হল । সেখানে দেখা গেলো তারা সেই কলেজে ভর্তির জন্য বোরকা না পরে আসার প্রতিশ্রুতি দিল কাফির খ্রিষ্টান অধ্যক্ষ ম্যাডামের কাছে । নাঊজুবিল্লাহ।



কিন্তু তারপরেও কলেজে ভর্তি হতে না পেরে নাকিকান্নায় সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলে , " এমন হবে জানলে হয়তো মেয়েকে মাদ্রাসায় পড়াতাম না।" নাঊজুবিল্লাহ।



আপনাদের কি মনে হয়, ঐ মেয়েদের গার্জিয়ান তাদের মেয়েকে ভবিষ্যতে কোন মাদ্রাস পাশ করা , মসজিদে ইমামতী করা বা মাদ্রাসায় শিক্ষকতা করা পাত্রের কাছে বিয়ে দিবে ?????? আমার মনে হয় না।

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪

সউদী আরবে উচ্চশিক্ষা

যারা মাস্টার্স বা পি. এইচ. ডি. প্রোগ্রামে ভর্তিচ্ছু তাদের জন্য আবেদনের শর্ত সমূহ নিম্নোক্ত লিঙ্কে দেয়া আছে:
http://ksu.edu.sa/Deanships/DeanshipofGraduateStudies/Announcements/Pages/p3.aspx

এবং আবেদনের জন্য নভেম্বর হতে ডিসেম্বর এই সময়ের মধ্যে নিম্নোক্ত লিঙ্ক বা বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট দেখতে পারেন।
https://dgs.ksu.edu.sa/DGS7/GeneralSettings/RegisterationPage.aspx

http://www.somewhereinblog.net/blog/NAHIDBD/29983559#c10731519

আর মেয়েদের কুমারীত্বকে নিজের একান্ত সম্পদ ভাবতে পারবে না।

সুইট গার্লদের হাইমেন ছেড়ার দায়িত্ব তাদেরকেই দিতে হবে, কিছুতেই স্বামীকে দেয়া চলবে না। ঠিক যেমন প্রাচীন হিন্দু সমাজে ছিলো। হিন্দু ব্রাহ্মণ-ঠাকুরদের প্রথম অধিকার ছিলো কুমারী মেয়েদের সূচনা করে দেয়ার, এরপর হবে স্বামীর ভাগ। যদি ভুল করে কোন স্বামী প্রথম কাজটি সেরেই ফেলে, তবে সে হবে নির্ঘাৎ ধর্ষক, নারী লোভী, ফেডোফাইল, কামাচুর, লুইচ্চা, পার্ভাট, সমাজচ্যুত কিংবা নরকের কীট।
তবে যাই বলেন, কিশোরী মেয়েদের হাইমেন ছেড়ায় মকচুদ কিংবা জাফর ইকবালদের একটা শৈল্পিকতা আছে বৈকি। কখনও হেসে-খেলে, কখনও চাক্কুম-চাক্কুম করে, কখনও নাচে, কখনও গানে, কখনোবা ভ্রমণে, মন ভুলিয়ে, একটু ধরা ধরি, একটু ঢলাঢলি, অবশেষে প্রথম ফুল ফুটিয়ে দেয়া, সবকিছুর মধ্যেই আছে নিপুনতা, আছে শৈল্পিকতা, আছে গভীর মাদকতা। ঠিক যেন কারিতাসের শ্লোগান: সুশীল মানেই ভালোবাসা, রাগ করে নয়, দুঃখ দিয়ে নয়, আদর করে, বুঝিয়ে সুজিয়ে প্রথমবার...........। অভিষেকের পর আবার তারাই শিখিয়ে দেয় 'কিশোর আলো' শ্লোগান: 'চলো বেরিয়ে পড়ি', 'মন বসে না পড়ার টেবিলে', কিংবা 'আমরা সবাই রাজা', মানে 'ফ্রি সেক্স, নো বাউন্ড'।

তবে সবক্ষেত্রে মকচুদ গং 'করিতাস' হইতে নারাজ। বিশেষ করে সমকামীতার ক্ষেত্রে।

 স্বামীর ঘরে স্ত্রী চিৎকার শুনে মকচুদ গংদের যেমন বুক ফেটে কান্না আসে, কিন্তু একপুরুষ যখন আরেক পুরুষের পশ্চাৎ দেশে বিশেষ অঙ্গ প্রবেশ করায় তখন প্রথম পুরুষের গগন বিদারি চিৎকার দেয় তখন এলজিবিটি সাপোর্টার মকচুদের ভূমিকা হয় উল্টো। তারা উল্লাস করে বলে, 'হ্যা এতদিনে মানবাধিকার প্রতিষ্ঠা হলো তাহলে।'


মকচুদ ৮ বছরের মেয়ের সাথে যুবক ছেলের কল্প কাহিনী রচনা করিয়াছে পাবলিক ভুলাইতে। কিন্তু সে নিজেও জানে না ডাক্তারি ভাষা মকচুদকে কখনই সাপোর্ট করে না। ডাক্তাররা বলে, ঐ মেয়েটি মারা যাওয়ার পেছনে দুইটি কারণ
থাকিতে পারে।;

১) ভেসো ভেগাল শক (ঠধংড় াধমধষ ংযড়পশ)। এ রোগ ৮ বছর কেন ৩৫ বছর বয়সেরও হইতে পারে। হইলে প্রাপ্ত বষস্ক লোকও মারা যাইতে পারে।

২) হিমোফিলিয়া (ঐবসড়ঢ়যরষরধ)। এরোগ বয়সের উপর নির্ভরশীল নয়, জেনেটিকাল। মানে, ৮ বছরের মেয়ের বিয়ে হওয়াে মারা যাওয়ার পেছনে যে গল্প রচনা করিয়াতে তা পুরোটাই ভুয়া। সত্যি কথা বলতে, যদি ৮ বছর বয়সে বিয়ে

হইলে সব মেয়ে মারা যাইতো, তবে খোদ প্রধানমন্ত্রীে শেখ হাসিনা'র মা বেগম ফজিলাতুন নিসা মুজিবও মারা যাইতে পারতেন। কারণ উনারও বিয়ে হয়েছিলো ৮ বছর বয়সে।

ধূর্ত শিয়াল কখনই চায় না, তার মুখের খাবার কেড়ে নেয়া হোক। তাই আবোল-তাবোল বুঝিয়ে তার খাবার জারি রাখার
চেষ্টা করে। ঠিক তেমনি, মকচুদদের মত পার্ভাটারও চায়, বাল্যবিবাহ চালু না হোক। কারণ বাল্যবিবাহ চালু হলে একজন মেয়ে শুরুতেই বৈধ স্বামী পাবে, তখন মকচুদদের মত পার্ভাটরা খাদ্য হারাবে, তখন আর মেয়েদের কুমারীত্বকে নিজের একান্ত সম্পদ ভাবতে পারবে না।

এ ধরনের লম্পটদের এখনই জুতো মেরে দেশ থেকে বিতাড়িত করা উচিত, তবেই দেশে শান্তি ও উন্নতি আনা সম্ভব, অন্যথায় নয়......

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪

স্ত্রীর সমপরিমাণ কাজ করে স্বামীরা!

স্ত্রীর সমপরিমাণ কাজ করে স্বামীরা!

ব্লগারের প্রোফাইল ছবি


স্বামী-স্ত্রী উভয়েই সমানে সামন। একটি ধারণা ছিলো যে স্বামীদের তুলনায় স্ত্রীরা বেশি কাজ করে কিন' সমপ্রতি এক গবেষণা দেখা গেছে বা প্রচলিত ধরণাটি ভুল বলে প্রমাণ করেছে গবেষকরা। এতে বলা হয়েছে, স্ত্রীদের সমপরিমাণ কাজ স্বামীরাও করে। লন্ডন স্কুল অব ইকনোমিকসের সমাজবিদ ক্যাথরিন হাকিম এ গবেষণাটি করেন। এতে বলা হয়, মজুরি দেওয়া হয় এমন কাজ ও মজুরি দেওয়া হয়না এমন দায়িত্বগুলোকে (যেমন- ঘরের কাজ, যত্ন ও স্বেচ্ছাসেবার কাজ) হিসেবে নিলে দেখা যায়, পুরুষদের কাজের পরিমাণ বেড়েছে। ক্যাথরিন বলেন, "এটা সত্য, ঘরে নারীরা বেশি কাজ করে। তবে সার্বিকভাবে নারী ও পুরুষ একই পরিমাণ কাজ করছে, খসড়া হিসেবে দৈনিক তা আট ঘণ্টা।" মানুষ কীভাবে সময়কে ব্যবহার করে- এ বিষয়ে গবেষণায় বলা হয়েছে, ব্রিটেনে নারীদের চেয়ে পুরুষরা দিনে 'উৎপাদনশীল' কাজ তুলনামূলকভাবে বেশি করে থাকে। নারীরা 'দুই শিফটে' বেশি সময় ধরে কাজ করে বলে বহুল প্রচলিত তত্ত্বটি ভুল প্রমাণিত হয়েছে জানান ক্যাথরিন। 'সামাজিক ও আর্থিক নীতি কীভাবে মজুরি অযোগ্য পারিবারিক কাজকে নির্ধারণ করে?' শীর্ষক এ গবেষণায় ইউরোপে পরিচালিত বিভিন্ন জরিপের তথ্য ব্যবহার করা হয়েছে।

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি

লন্ডেনর হিসাব কি আর এই দেশে খাটব?? আজাইরা !! B-)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বহতা নদীর মতো বয়ে চলে সময়, সাথে চলে জীবন নামের তরী, কখন ডুবে যাবে, কে জানে!

ব্লগারের প্রোফাইল ছবি

@মাধুকরী, ঠিকি কইছেন (Y) আজাইরা।

ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ, সেটাই। ঐ দেশের সাথে আমাদের দেশের মেয়েদের পরিশ্রম মিলাতে গেলে ঐ দেশের মেয়েরা দুই দিন পড়-ই পারিবারিক কাজের জন্য-ও টাকা চেয়ে বসতো। :-B
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...

ব্লগারের প্রোফাইল ছবি

@বন্দনা, একদম সত্য কথা >:D< >:D< >:D<
ব্লগারের প্রোফাইল ছবি

@বন্দনা, কোনদিন
ব্লগারের প্রোফাইল ছবি

@বন্দনা,


ঐ দেশের সাথে আমাদের দেশের মেয়েদের পরিশ্রম মিলাতে গেলে ঐ দেশের মেয়েরা দুই দিন পড়-ই পারিবারিক কাজের জন্য-ও টাকা চেয়ে বসতো।




কোনদিনও না। একটা বিদেশী মেয়ে কি পরিমান কাজ করে, সেটার সম্পর্কে ধারণাই হয়ত নাই আপনার। বেশির ভাগ শহুরে বাঙ্গালি মেয়েদের বেশীরভাগ সময়েই বাড়িতে রান্না, কাপড় কাঁচতে, ইস্ত্রি করতে হয়না, হয়না ঘড়বাড়ি পরিস্কার করতে। এসব কাজ করার জন্য আছে নানা রকম বুয়া। ছুটা বুয়া, বান্ধা বুয়া। বুয়া না থাকলে তাদের লাইফ শেষ। বিদেশী মেয়েদের এসব বুয়া নাই, সব কাজ নিজেরই করতে হয়। আজকালকার "আধুনিক" বাঙ্গালি মেয়েরা রান্না জানে না, কাপড় কাচতে জানে না, সেলাই জানে না। বিদেশী মেয়েরা শুনলে হাসবে।



ভাল থাকবেন, শুভকামনা।
ব্লগারের প্রোফাইল ছবি

@বন্দনা,



চেয়ে বসে না যে কিভাবে জানেন?



ওভাবে ক্যাশ টাকা দাও বলে চায় না তবে ওদের কালচারে আন্ডারষ্ট্যান্ডিংটা ওভাবেই হয়। ওখানে যেসব পরিবারে স্ত্রী কাজ করে না তাদেরও বাড়িতে স্বামী এসে খাওয়ার খোটা খুব নীচু প্রকৃতির না হলে দেয় না। মর্যাদাটা দেয়।



জাতিসংঘের একটা রিপোর্ট দেখেছিলাম কয়েক বছর আগের,তাতে সম্ভবত ভারত চায়না এসব দেশের জন্য মহিলাদের পরিশ্রমের অর্থ ঘন্টা পুরুষের চেয়ে গড়ে বেশী পাওয়া গেছে।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।

ব্লগারের প্রোফাইল ছবি

@সাদ মাহদী, (Y) (Y) (Y)
---------------------------------------------------------
''যদি কখনো হারিয়ে যাই পথের বাঁকে, ভুল বুঝোনা বন্ধু''
ব্লগারের প্রোফাইল ছবি

@সাদ মাহদী, আপনাকে কে বলল ভাই, এসব কাজ শহুরে

মেয়েরা করেনা? আপনি কি বিয়ে করেছেন? আপনি যদি

বিয়ে করে থাকেন তাহলে আপনার বউকে দিয়ে সবারটা

বিচার করবেন না। smile :) :-)

আপনি উপরের যত গুলা কাজের কথা বলেছেন সবগুলাই

আমরা নিজেরা করি তবে সত্যি কথা কি এটা কেউ জানেনা

এবং বুঝেনা, আমরা কাউকে বুঝতে দেইনা।

বিদেশিদের বুয়া নাই বলেই করেনা। তানাহলে ওরাই সবেচেয়ে

আরামে থাকতো। আমাদের দেশের যেইসব বিদেশিরা আছে

তারাওতো একদম বুয়া ছাড়া চলতে পারেনা। একদম রাজার

হালে থাকে।
ব্লগারের প্রোফাইল ছবি

@সাদ মাহদী, তাহলে আই ব্যাপারে দুঃক্ষিত আছি। আমি আপনার উল্লেখ্য সব কাই-ই পারি এবং করিয়া থাকি। আমি রান্না করতে পারি, কাপড় কাচতে পারি, সেলাই করতে পারি ( আমার আল্মারির বেশির ভাগ শাড়ি- কামিযে আমি নিজের হাতে কারুকাজ করিয়াছি Laughing out loud ), ঘর মুছতে পারি, মশলা বাটতে পারি, বাসন মাজতে পারি, বাজার করতে পারি, মাছ কুটতে পারি, টয়লেট সাফ করতে পারি, বাচ্চা পালতে পারি আর চাক্রিও করতে পারি, এবং আমার জামাইএর মনে হয় আমদানিটাও খারাপ না Laughing out loud । এখন আপনার কথা শুনে আমার সন্দেহ হচ্ছে, আমি কি তাহলে শহরে মেয়ে না?  
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...
ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, ভারত চায়না বাদ দিয়ে আমাদের দেশেরটা

বলেন নাকি আমাদের দেশকে গননাতেই ধরেনা??
ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, তাইলেই বুঝেন? ঐ দেশের মাইয়াদের তুলনায় আমরা কত্তো ভাল... Oups Oups Oups:"> :"> :"> :"> :">
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...
ব্লগারের প্রোফাইল ছবি

হ ......... ঢাকা শহরের সকল মেয়েই সাংসারিক কাজকর্মে অসম্ভব দক্ষ, এবং সংসারের সব কাজকর্ম তারা একাই করে। তাদের কোনো সাহায্যকারী দরকার হয় না, ইনফ্যাক্ট কোনো নারীই সংসারে বুয়াই রাখে না। (নারীপাতায়, পত্রপত্রিকায় গৃহকর্মী সন্কট/ নির্যাতনের যেসব খবর আসে, সবই বানোয়াট) যারা নারী সাংসারিক কর্মকান্ডের সমালোচনা করে এই বলে যে, বেশীরভাগ শহুরে নারী কাজ করে না, তারা সবাই পুরুষতান্ত্রিক। সবই পুরুষতান্ত্রিক অপপ্রচার।



এক কাজ করেন, একটা গবেষনাপত্র তৈরী করেন। আমরাও জানি, বিশ্বও জানুক, বাঙ্গালি নারীরা কত (!!!) কাজ জানে আর কত কাজ সংসারে করে। ফান্ডের অভাব হবে না। 
ব্লগারের প্রোফাইল ছবি

@সাদ মাহদী, মেয়েদের উপর এতো ক্ষেপলেন কেন ভাই? আমি কি কোথাও বলেছি সব মেয়েরাই তাদের নিজের কাজ নিজে করে? বড় একটা অংশের-ই বুয়াদের উপর নির্ভর করতে হয়। একদিন বুয়া না আসলে কারো কারো যে চোখে পানি চলে আসে তাও জানি। কিন্তু এর % টা কম বলেই আমি মনে করি। আমার সামর্থ্য থাকা স্বত্তেও আমি এক্কেবারেই পুরোপুরি বুয়া নির্ভর নই বলেই আমি অনয মেয়েদেরকেও সেরক-ই ভাবি। হ্যা, বুয়া থাকলে ভাল, না থাকলে, নিজেকেই তা করে নিতে হবে, এটা মেয়েরা ছোটকাল থেকেই শেখে।

আর এখন বাংলাদেশে কাজের বুয়ার ঘোর সংকট চলছে, ইচ্ছা করলেও বা পয়সা থাকলেও ৪/৫টা কাজের বুয়া রাখা সম্ভব হয়না। (ওদের যা ডিমান্ড বেড়েছে এখন, তাতে কর্তার বেতনের অর্ধেক-ই চলে যাবে তাদের বেতনের পেছনে! অতএব, নিজ হস্তই স্বম্বল এখন বেশিরভাগের Sad )





শরীরে এখনো শক্তি আছে আর আমি নিজে একটু সূচিবাই অলা মানুষ (শাহনাজকেও তাই দেখেছি), তাই কষ্ট করে হলেও কিছু কাজ নিজেই করি। আমার এবং শাহনাজ দুজনেরি ঠিকা ঝি আছে তারা দুই তিনটা বড় কাজ করে দিয়ে যায় এটাও ঠিক। কিনতু তাদের স্বভাব হচ্ছে চারদিন পর পর বাং মারা। তখন কিন্তু ভাই হাজার কষ্ট হলেও নিজেদেরকেই কাজগুলো করতে হয়।



রাগ করে না ভাই। নেন শবত খেয়ে মাথা ঠান্ডা করেন (B) (D) Laughing out loud
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...

ব্লগারের প্রোফাইল ছবি

@ধোঁকাবাজ,



SmileyCentral.com
ব্লগারের প্রোফাইল ছবি

@ধোঁকাবাজ,



আপনি এত কষ্টের ভেতর বেহুদা কেন যেতে এতে শখ করেন? বাসর রাত ফাত কি কি নিয়ে কি সব জটিল রংগি্ন স্বপ্ন দেখেন।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@বন্দনা, =D> =D> =D> (Y)
ব্লগারের প্রোফাইল ছবি

@ধোঁকাবাজ, কইছে আপ্নারে!? আমি চাকরি কইরা বাসায় ফিরে আসার পরে কাপড় বদলাইয়া রান্নাঘরে ঢুকি আর আমার জামাই অফিস থেকে বাসায় ফিরে কাফপ্র বদলাইয়া বিচনাত গিয়া উঠে পেপার নিয়া। আর ঐখানে বৈয়া বৈয়াই ওর্ডার মারতে থাকে... বন্দনা... এক কাপ চা দাও না,(বেড সাইড টেবিলেই পানির বোতল থাকে তারপরো) ঠান্ডা পানি দাওনা এক গ্লাস... আজ শুটকি খেতে ইচ্ছা করছে (রাত ১০টা বাজলেও আমাকে তার শুটকি রান্না করতে বস্তে হয়)।

তার এই সব আবদার আমি হাসিমুখেই পালন করি (মাঝ মাঝে মেজাজ খারাপ হলেও চুপ করে থাকি)।

এই সব কেন করি? ভালবাসা ছাড়াও এগুলো আমাকেই করতে হবে, এই কথাটা আমার মা, দাদী, নানীর কাছ থেকেই শিখেছি। আর এই সব নিয়ে তাদের কাছে কাসুন্দি গাইতে গেলে উলটা উষ্টা দিবে শোনার বদলে Sad Sad ।



দুইন্যার বেবাক কষ্ট করুম আর হেগোর গাইল খাইয়ুম?? দূর ছাই। সব ব্যাডারাই আসলে নমক হারাম =(( =(( । হেরা খালি নিজেগোডাই ভাবে। বৌয়ের কথা ভাব্লে বৌএর সাথে হাত লাগাইতো কামে। :[ :[
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...
ব্লগারের প্রোফাইল ছবি

@বন্দনা,



কথা সত্য।



আমার বঊও আমারে ঝামটা দিয়া এই কথা মনে করায়। এই দেশী মাইয়া হইলে নাকি অনেক আগেই ভাইগা যাইতো Sad ।



মনের দূঃখে আমি এই বুইড়া বয়সে ব্লগে পইড়া থাকি।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ,



আমাদের দেশ ঠিক মনে নাই। মূল কথা ছিল কৃষি প্রধান সমাজ গুলির অবস্থা। সে সব সমাজে মহিলাদের মাঠের কাজও করতে হয়,আবার রান্নাবান্না আন্ডা বাচ্চা পালন করা সবি সামলাইতে হয়। অবস্থা কেরোসিন যারে বলে।



আমাদের দেশেও যেসব মহিলা কাজ করে ঘটনা তো একই। মহিলা অফিস করে, জামাই ব্যাটাও করে। মহিলার বাড়ি আইসা আরেক চাকরি শুরু হয়, জামাই ব্যাটা তখন ভাব নিয়া আরাম করে।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ, (Y) (Y) (Y) >:D<
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...

ব্লগারের প্রোফাইল ছবি

 ৫০ বছর লাগবো। Tongue
---------------------------------------------------------
''যদি কখনো হারিয়ে যাই পথের বাঁকে, ভুল বুঝোনা বন্ধু''
ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ, ্তুই খালি রাগের ইমো দিলি?? বাঁশ পেটা করে ওর মাথাটাই ফাটায়ে দিলিনা ক্যান?? X( X( X( >:)
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...

ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, খালি হাসি দিলেন ক্যান?? একটু জ্ঞান দিয়া

যান শুনি smile :) :-)
ব্লগারের প্রোফাইল ছবি

@মনসওদাগর, তাইনাকি?? তাইতো আমাদের দেশের মেয়েরা

সব কিছু থেকেই আগায় আছে আপনাদের থেকে Laughing out loud ;;)
ব্লগারের প্রোফাইল ছবি

@বন্দনা, কেমনে দিমু বাশপেটা :-S

আমার মন তো আবার সোফট Laughing out loud

ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ,



জ্ঞান কি মাগনা নাকি!
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ,ক্যামনে? বুঝাইয়া কন। আপনারা শুধু পেধান মন্ত্রী হইয়া ক্যাচাল বাধানোর তালে আছেন। Laughing out loud Wink
---------------------------------------------------------
''যদি কখনো হারিয়ে যাই পথের বাঁকে, ভুল বুঝোনা বন্ধু''
ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ,



কষ্টের সংজ্ঞা এক এক সমাজে এক এক রকম।



কোন সমাজেই কোন মহিলা (সাধারন ভাবে, মিলিয়নিয়ারদের বউ ছাড়া হয়ত) শুধু বইসা বইসা খায় না।



বিদেশের মহিলারা মেলা কষ্টই করে। তাই বলে তার সাথে আমাদের দেশের মহিলাগুলার সাথে তূলনা করা যায় না। বিদেশের মহিলাদের মশলা পিষতে হয় না, নিজ হাতে কাপড় ধুইতে হয় না, শ্বাশ্বড়ী ননদের সেবা করতে হয় না। অনেকে কইতে পারেন যে বুয়ারাই এইসব করে। শুধু বুয়া দিয়া আসলে হয় না।



আবার দেশের মহিলাদের বিদেশের মহিলাদের মত অনেক হেভি কাজ করতে হয় না এইটাও ঠিক। বিদেশের মহিলারা দিব্বী বাড়ির টংগে উঠে ছাঁদ ঠিক করে, ট্রাক চালায় এইগুলা আমাদের দেশের কালচারে নাই।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ,



এইগুলা সবই কেয়ামতের লক্ষন গো দিদি।



বুজুর্গ আলেমদের বইতে দেখছি, কেয়ামতের অন্যতম লক্ষন নাকি স্ত্রী লোকের ভয়ে পুরুষে গাছের উপরে উইঠা বইয়া থাকবে।



তাতেও নিষ্কৃতি মিলবে না Sad ।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ, হ, এট্টূ বেশি-ই চপ্ট... X( । তরে দিয়া কিছুই হইতোনা বুঝছি :-B
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...

ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, তাইলে কি চান?? >:) >:)
ব্লগারের প্রোফাইল ছবি

@মনসওদাগর, ক্যান দেখেন না, পরীক্ষার রেজাল্ট বের

হলে কাদের নাম পেপারে আসে!! Laughing out loud :>
ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, :] :] :]
............................................................................................................
ভালোবাসা মানে আগাম চলার সুর,ভালোবাসা মানে অবিরাম চলাবসা
ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, আমাদের দেশের কালচারে নাই বলে করে

না।

আপনাকে একটা কথা বলি, আমার বান্ধবির এক ড্রাইভার

একদিন আমাদেরকে বলছে, আপা জানেন আজকাল মাইয়ারা

গাড়ি চালায় পুরুষদের ভাত মারার জন্য, আমি একদিন

গাড়িরে দিলাম ধাক্কা। এইবার বুঝেন পুরুষদের মন্মানষিকতা।

আমার যখন বিয়ে হয় তখন আমি চাকরী করার কথা

বলেছিম আমার হাজব্যান্ড কে, সে কিন্তু না বলে নাই

খালি বলল আম্মা একা থাকবে, তাতেই আমি বুঝে নিলাম।

এইবার বুঝেন আমাদের অবস্থান কোথায়। আমরা চাইলেও

সবকিছু করতে পারিনা।

কিছুদিন আগে আবার বললাম, আমি চাকরি করবো তখন

বলে উঠলো বাচ্চাকাচ্চা কে দেখবে? তাই ঘরে একঘেয়েমি

কাটানোর জন্য ব্লগে বসা হয়। smile :) :-)
ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, হ, জানি। একটা ছেলের পিছোনে নাকি

৫টা মেয়ে দৌড়াবে, এইবার বুঝেন মেয়েরা কত আগায়

থাকবে Wink Wink

ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ,সেইটা তো ঠিকি আছে কাম কাজ নাই সারাদিন পড়া আর পড়া। অথচ ছেলেদের কত কাজ করতে হয়। পড়ার টাইম কই। X( X( X(
---------------------------------------------------------
''যদি কখনো হারিয়ে যাই পথের বাঁকে, ভুল বুঝোনা বন্ধু''
ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ,



মজা নিয়েন না।



কেয়ামত হইলে টের পাইবেন।



কাল পরশুর ভিতরেও হইতে পারে।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ,



সেটা তো আমি জানি। তাই বললাম। আমাদের দেশী মেয়েরাও অনেকেই এই দেশে অনেক ভারী কাজই করে। কেউ বাঁকা চোখে দেখে না। যস্মীন দেশে যদাচার।



আপনের মানুষরেও দোষ দেওয়া যায় না। উনি যেই কালচারে অভ্যস্ত ওইটাই ওনার কাছে স্বাভাবিক লাগবে। সেইটা ভাংগতে পারলে বলতে হবে ব্যাতিক্রমী।





চিটাগাং এ একাধিকবার এক মহিলা ড্রাইভাররে শিবির কিসিমের লোকেরা রাস্তায় গাড়ি থামায়া অশ্রাব্য গালি দিছে। বেশ কবছর আগের ঘটনা অবশ্য।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।

ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, কেয়ামতের কথা কইয়া আপনি

ভয় পাওয়ায় দিলেন :-S
ব্লগারের প্রোফাইল ছবি

@মনসওদাগর, হ্যা, তা তো অবশ্যই। ছেলেদের কত্তো কাজ!! মেয়েদের স্কুল কলেজের সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হয়, মার্কেটে মার্কেটে মেয়েদের দেখে বেড়াতে হয়, বন্ধুদের সাথে রাত পর্যন্ত আড্ডা মারতে হয়, নেট-চ্যাট করতে হয়... ছেলেদের পড়ার টাইম কৈ?? X( X( >:)
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...

ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ,



নিজেই ব্যাপক ভয়ের ভিতরে আছি তো! ভয় হইল সংক্রামক।



আমারে তাড়া দিয়েন না দয়া কইরা।



এই বয়সে ভুড়ি নিয়া দৌড়াদৌড়ি পোষাইবো না।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@বন্দনা,



আরো আছে, smile :) :-) ।



আপনেরা জানেনই না smile :) :-) ।



কমু না।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@বন্দনা,হ, ঠিকি তো। ঐ সব কাজ না করলে আপনারাই আবার রাগ ঝাড়বেন কসমেটিক কোম্পানীগো। কইবেন বেডারা আজকাল কি নকল কোসমেঠিক বানাই, কুনৈ কাজ হয় না। Tongue Tongue Tongue
---------------------------------------------------------
''যদি কখনো হারিয়ে যাই পথের বাঁকে, ভুল বুঝোনা বন্ধু''

ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, খাইয়া আর কাম না আমি

বুইড়ার পিছনে দৌড়ামু। এক বুইড়া নিয়া বাচিনা

খালি সব ভুইলা যায় আবার আরেক। >:)

ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ,



আল্লাহ বাচাইছে smile :) :-)
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।

ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, কি কইবার চান
ব্লগারের প্রোফাইল ছবি

বিয়া করি নাই সো এইসব নিয়া টেনশন নাই।নিজের কাজ নিজেই করি।

বিয়ে করলে গবেষণার ফলাফল কাজে লাগাইয়া দেখব।
............................................................................................................
ভালোবাসা মানে আগাম চলার সুর,ভালোবাসা মানে অবিরাম চলাবসা

ব্লগারের প্রোফাইল ছবি

@রাতের আকাশ,



আগেই করেন,একবার ঐ পথে গেলে পরে আর সুযোগ পাইবেন না। মনে হইতে পারে আহারে আগেই না কত ভালা আছিলাম।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।

ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, তাইলে ভাই ভয় পেয়ে গেলাম।বিয়া কইরা কি কোন শান্তি নাই ? Laughing out loud
............................................................................................................
ভালোবাসা মানে আগাম চলার সুর,ভালোবাসা মানে অবিরাম চলাবসা

ব্লগারের প্রোফাইল ছবি

@রাতের আকাশ,



নিজের বাড়িতে চোরের মত বইসা থাকারে শান্তি কইলে অবশ্যই শান্তি আসে! এক্কেবারে শান্তির সাগর।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@রাতের আকাশ,



কৌশল জানতে হবে। বউরে যদি প্রথম থাইক্যাই নিজের বুক পকেটে না ঢুকাইতে পারেন, তাইলে আপ্নের কম্ম সারা। Laughing out loud
---------------------------------
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, তাইলে আম্রাও কি চোরের মত বইসা আছি??
ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, আপ্নারে জোরে সোরে গদাম... X( X( X(









>:)
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...
ব্লগারের প্রোফাইল ছবি

@জুলিয়ান সিদ্দিকী, ভাইরে আজকাল যে যুগ আইছে কেমনে

কি করুম বুঝতাছিনা। Laughing out loud
............................................................................................................
ভালোবাসা মানে আগাম চলার সুর,ভালোবাসা মানে অবিরাম চলাবসা
ব্লগারের প্রোফাইল ছবি

@জুলিয়ান সিদ্দিকী,



ঠিক।



এরেই বলে প্রথম রাতে বিড়াল মারা।



আমি শাহ নাজ আপার মত কোমল হৃদয়ের লোক, নিরীহ বেড়াল মার ধোর করতে পারি নাই, তার কাফফারা এখন বাকি জীবন দিতে হইতেছে।



আর টেকনিল্যালী বিড়াল ধরাও সোজা কথা না, যে কেউই চেষ্টা করলেই টের পাইবেন।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।

ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ,



তওবা তওবা!



আপনেগো কথা কেঠা কইল???



নিজের কথাই কইছি গো।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@বন্দনা, =((



এতক্ষন ধইরা দালালির এই পুরষ্কার???



দুইজন পুরুষের মনের দূঃখের কথা কয়,তাও কইতে দিবেন না???
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, আদিল ভাই ভাবী কি ব্লগে আসেন নাকি ?দেখলে কিন্তু খবর আছে। Laughing out loud
............................................................................................................
ভালোবাসা মানে আগাম চলার সুর,ভালোবাসা মানে অবিরাম চলাবসা
ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ,



তার মানে আপ্নে এখন ভাবিজানের আঁচলের গিট্টুর ভিত্রে Shock
---------------------------------
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ,     >:D< (F) (F) (F)
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...
ব্লগারের প্রোফাইল ছবি

@রাতের আকাশ,



পাগল নাকি।



হে আসলে আর এই সাহস করি নাকি?



আর বাড়তি সতর্কতা হিসাবে এইটা আমার ছদ্মনাম। অত কাঁচা কাম আমি করি না।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।

ব্লগারের প্রোফাইল ছবি

@বন্দনা,



এখন বুঝলাম, ধোঁকাবাজেই সঠিক কইছিল।



পুরুষেগো মনের দূষ্কের কথা কওনেরও উপায় নাই Sad ।



বড়ই অভাগা জাতি আমরা।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, বাহ, আপ্নিতো বহুত চাল্লু।

এমনি এমনি কি আপনার বউ আপনারে দিয়া ডিম

ভাজায়!! Wink Wink

ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, mahmud vai, amar mone hoi, somoy thakte thakte gaase uithha pora valo. dekhen na matro dui jon mohila kamne sara blog thhek dia jaitase. abar baash pidanir voy o dekhaise.!!! vaggish aijka ghater mora nai. :-S
---------------------------------------------------------
''যদি কখনো হারিয়ে যাই পথের বাঁকে, ভুল বুঝোনা বন্ধু''
ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ,



সবই আপনেগো ময় মুরুব্বীর দোয়া।



ডিম ভাজা জটিল হইছিল গো।



পরোটা দিয়া ডিম আলু ভাজা বেহেশতি জিনিস।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।

ব্লগারের প্রোফাইল ছবি

@মনসওদাগর,



ঘাটের মরা লাগবো না, নিজেই আধ মরা হইয়া গেছি গা ডরে।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@মনসওদাগর, >:) >:) >:) >:)
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...
ব্লগারের প্রোফাইল ছবি

ক্যান দেখেন না, পরীক্ষার রেজাল্ট বের

হলে কাদের নাম পেপারে আসে!!




আমি দেখি আর চিন্তা করি। এই প্রতিভাগুলো চুলোয় নষ্ট হয়। বেশিরভাগেরই আল্টিমেট ডেস্টিনেশন তো ঐটাই।

ব্লগারের প্রোফাইল ছবি

@ইফ্‌তেখার মোহাম্মদ, হরে ভাই... Sad Sad Sad
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...
ব্লগারের প্রোফাইল ছবি

@ইফ্‌তেখার মোহাম্মদ, তুমি বুঝলা আর কেউ বুঝলোনা Sad Sad

:[ :[ :[

ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ, এর কারণ কি? বিয়ের পর পুরুষরা কি ইনসিকিউর্ড ফিল করে?
ব্লগারের প্রোফাইল ছবি

@বন্দনা, একজন উচ্চশিক্ষিত মহিলা কেন একটা এইট পাশ ছেলেকে বিয়ে করতে চায় না?

ব্লগারের প্রোফাইল ছবি

@ইফ্‌তেখার মোহাম্মদ, পুরুষ্রা আবার ইন্সিকিউর্ড ফিল করে

নাই Shock Shock Shock Shock Shock

ঝানতাম না ;;) ;;)

ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ, নাইলে মেয়েরা বিয়ের পর তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায় না কেন?

ব্লগারের প্রোফাইল ছবি

@ইফ্‌তেখার মোহাম্মদ, তাইলে ঘরের কাম করবো কেডা,

বাচ্চাকাচ্চা দেখবে কে, আরো বহুত কিছু আছে বইলা শেষ

করা যাবে না।
ব্লগারের প্রোফাইল ছবি

তারকা চিহ্নিত প্রশ্ন ৪.১.১ এবং ৪.২.১ এই মহান ব্লগে উপস্থাপিত হলো। Tongue

ব্লগারের প্রোফাইল ছবি

@ইফ্‌তেখার মোহাম্মদ, আরে ভাত পানি খাইতে আর খাওয়াতে

দিবা না নাকি!! >:) >:)

ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্ নাজ, কিরে? এখনো এই পোস্টেই গেজাইতেসিস? Shock এক তুই-ই এই পোস্টটাকে হিট করে দিলিরে... অথচ পোস্ট লেখকের টিকির দেখাও নাই >:) ।

এর মধ্যেই ৯৫ টা কমেন্ট পড়ে গেছে আর তার ঘুম এখনো ভাংগে নাই। এইবার অফ যা... :-B
শিশিরে শিশিরে করি সমুদ্র সৃষ্টি...

ব্লগারের প্রোফাইল ছবি

@বন্দনা,        

আমিও এই কথাই ভাবছিলাম ,

যার পোস্ট তার খবর নাই

পাড়া প্রতিবেশীর ঘুম নাই। Tongue





১০০টা মন্তব্য বানাইলাম।
ব্লগারের প্রোফাইল ছবি

এইটা গভেষনার কি হইলো? আমার মনে হয় না কোন পরিবারে স্বামী স্ত্রীর কাজ কাম নিয়া ঝগড়া হয়।

তবে একজনের কাজ অন্য জনে করলে ডাবল মনে হয়। যেমন পুরষদের যে যদি রান্না বান্নার কাজ দেয়া হয় তাইলে মনে যেন আকাস ভাইংগা মাথায় পড়ছে। অন্তত আমার কাছে তাই মনে হয়। সারা দিন ডিউটি করলেও এত কষ্ট লাগে না যতটা আধা ঘন্টার রান্নার কাজে লাগে। smile :) :-)