বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪

বিশ্বকাপ চলাকালে ভিনদেশী পতাকা উত্তোলনের আইনগত বৈধতা নেই (amarblog.com)


বিশ্বকাপ চলাকালে ভিনদেশী পতাকা উত্তোলনের আইনগত বৈধতা নেই

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেট চলাকালে ভিনদেশী পতাকা উত্তোলনের আইনগত বৈধতা নেই। তবে বিষয়টি স্পর্শকাতর। তরুণ-তরুণীদের আবেগের বিষয়টি বিবেচনায় রেখে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। 

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি

আবেগের কথা বিবেচনায় নিয়া প্রকাশ্যে চুমা খাওয়া যাইব এই রকম একটা আইন করা গেলে ভাল হইত Tongue :">
****************************
ঘৃণার চাষাবাদ জারি থাকুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।মানবতা মানুষের জন্যই সংরক্ষিত থাক।পশুদের জন্য বরাদ্দ থাক শুধুই উগ্র ঘৃণার দাবানল।

ব্লগারের প্রোফাইল ছবি

@দুরন্ত,   



হুমায়ূন আজাদ একবার বলেছিলেন যে এদেশে প্রকাশ্যে চুমু খাওয়া অবশ্যই অনেক বড় অপরাধ, তবে প্রকাশ্যে মানুষ খুন তেমন বড় অপরাধ নাও হতে পারে।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।
ব্লগারের প্রোফাইল ছবি

@দুরন্ত, প্রকাশ্যে চুমু খাওয়া কি আসলেই অপরাধ নাকি? আইন কি বলে এটা নিয়ে? কিভাবে এটি অপরাধ হতে পারে? এটি প্রায় মৌলিক অধিকার। মনে হয় না এ বিষয়ে কোন আইন আছে।

ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ,



নচিকেতার একটা গান ও আছে (Y)
****************************
ঘৃণার চাষাবাদ জারি থাকুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।মানবতা মানুষের জন্যই সংরক্ষিত থাক।পশুদের জন্য বরাদ্দ থাক শুধুই উগ্র ঘৃণার দাবানল।
ব্লগারের প্রোফাইল ছবি

শফিক চাচার আর কি দোষ?



কানাডায়ও দেখি একই ছবি। যে যার যার দেশের ফ্ল্যাগ দিয়া গাড়ি বাড়ি ভরাইছে। আইনানুযায়ী কানাডার ফ্ল্যাগ ধারে কাছেও নাই।
------------------------------------------------
পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আস্তিক এবং নাস্তিক; আমি অবশ্যই আস্তিকের দলে। যে কম্পিউটরে ব্লগিং করছেন সেও কিন্তু হতে পারে এক ভয়াবহ ঘৃন্য নাস্তিক, আজই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন।

ব্লগারের প্রোফাইল ছবি

@আদিল মাহমুদ, এইহানে কেডা আইন ফলাইব? বাধা দিলে দুই দলেরই ভুট মাটি.......এইসব ব্যাপারে চিন্তা করনের কারণ মণে লয় পাকি পতাকা তোলনের ব্যবুস্তা করা.....
/* বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছে,
বিবি তালাকের ফতোয়া খুঁজছি হাদিস কোরান চষে।*/
ব্লগারের প্রোফাইল ছবি



https://www.amarblog.com/gmail/posts/109699

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন